নালিতাবাড়ী

শ্রদ্ধায়,’ভালোবাসায় স্মরণ সার্জেন্ট আহাদ’একুশে পাঠচক্রে

  স্বাধীন বাংলা নিউজ ১৫ জুন ২০২৪ , ১২:১১ এএম অনলাইন সংস্করণ

শ্রদ্ধায়,’ভালোবাসায় স্মরণ সার্জেন্ট আহাদ’একুশে পাঠচক্রে


জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১৪ জুন শুক্রবার বিকাল ০৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘ শ্রদ্ধায়,ভালোবাসায় স্মরণ সার্জেন্ট আহাদ ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৪৫ তম আসরে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন করেন সার্জেন্ট আহাদের বড় ভাই সাংবাদিক এমএ হাকাম হীরা,সার্জেন্ট আহাদের বন্ধু জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম,নাট্যকার,লেখক,কৃষিবিদ দৌলত হোসাইন ও সাবেক কমিশনার সজল সাহা,নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা,শিক্ষক কার্তিক সাহা,শিক্ষার্থী তাসনিম মাশুক।উপস্থাপনা করেন নাট্যজন,শিক্ষক সজল কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুঞ্জুয়ারা বেগম,প্রভাষক স্বপ্না চক্রবর্তী,কবি শহীদুল ইসলাম ফকির,কবি অবনি অনিমেষ,শিক্ষক শান্তি সাহা,শিক্ষক অরূপ দেবনাথ,শিক্ষক শঙ্করী পাঠক,সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলী,সাংবাদিক অমিত চক্রবর্তী প্রমুখ।আলোচনা শেষে গান,অভিনয় ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।