নালিতাবাড়ী

খ্রিস্টান ধর্মাবলম্বীদের দুদিনব্যাপী ২৪তম বার্ষিক ফাতেমা রাণীর তীর্থ উৎসব।

  স্বাধীন বাংলা নিউজ ২৬ অক্টোবর ২০২২ , ১:৩৭ পিএম অনলাইন সংস্করণ

খ্রিস্টান ধর্মাবলম্বীদের দুদিনব্যাপী ২৪তম বার্ষিক ফাতেমা রাণীর তীর্থ উৎসব।



খ্রিস্টান ধর্মাবলম্বীদের দুদিনব্যাপী ২৪তম বার্ষিক ফাতেমা রাণীর তীর্থ উৎসব।
নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধিঃ    
নালিতাবাড়ীতে আগামী বৃহস্পতি ও শুক্রবার শুরু হতে যাচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের দুদিনব্যাপী ২৪তম বার্ষিক ফাতেমা রাণীর তীর্থ উৎসব। এ উৎসবকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহ খ্রিস্টধর্ম প্রদেশের খ্রিস্টানদের মাঝে বইছে আনন্দের জোয়ার। তবে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে আবহাওয়া নিয়ে এই আনন্দের জোয়ারে কিছুটা ভাটা পড়েছে।
 তীর্থ উৎসবের সমন্বয়কারী রেভান্টে ফাদার তরুণ বনোয়ারী জানান, উপজেলার সীমান্তবর্তী বারমারী সাধু লিও এর খ্রিস্টধর্ম পল্লীতে বিগত ১৯৯৮ সালে পর্তুগালের ফাতেমা নগরের আদলে ও অনুকরণে এই তীর্থ স্থানটি সাজানো হয়।
উপাসনা করার জন্য এখানে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট উঁচু দেশের সবচেয়ে বড় মা মারিয়ার মূর্তি। বারমারী ধর্মপল্লীর সহ-সভাপতি ও সাবেক ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা জানান, এবারের তীর্থ উৎসবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার বনানীর মেজর সেমিনারীর প্রাক্তন রেক্টর রেভারেন্ট ফাদার গাব্রেল কোরাইয়া।