নালিতাবাড়ী

গারো ছেলেরা না’ ওয়ারিশ কেন? বইয়ের মোড়ক উন্মোচন

  স্বাধীন বাংলা নিউজ ২৭ অক্টোবর ২০২৩ , ৮:৪৫ পিএম অনলাইন সংস্করণ

গারো ছেলেরা না’ ওয়ারিশ কেন? বইয়ের মোড়ক উন্মোচন।


গবেষক কোপেন্দ্র নকরেক এর লেখা গারো ছেলেরা “না”ওয়ারিশ কেন? বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়ায় টিডব্লিউএ কার্যালয়ের মঞ্চে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

গবেষক কোপেন্দ্র নকরেক এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং এমপি।

মোড়ক উন্মোচন করতে গিয়ে জুয়েল আরেং এমপি বলেন আমাদের জন্য এই বইটি খুব গুরুত্বপূর্ণ। এমন বই পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য পাবো এবং অভিজ্ঞতা হবে। সেই সাথে ছেলেদের ওয়ারিশ নিয়েও আলোচনা করে সমাধান আসবে।


এসময় আরও বক্তব্য রাখেন,বইটির লেখক কোপেন্দ্র নকরেক,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আন্দ্রিয় দ্রং, টিডব্লিউএ কেন্দ্রিয় কমিটির সেক্রেটারী জেনারেল যোহন সাংমা,শেরপুর সদর টিডব্লিউএ চেয়ারম্যান দুলাল মারাক, নকলা উপজেলার টিডব্লিউএ চেয়ারম্যান রঞ্জিত বিশ্বাস ও দুর্গাপুর উপজেলার টিডব্লিউএ চেয়ারম্যান সাইমন তজু।

এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিবাসী নেতা-সাংবাদিক নকরেক কেয়া