নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে শেষ হলো বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

  স্বাধীন বাংলা নিউজ ২৩ জুন ২০২৩ , ৯:১১ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে শেষ হলো বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট



নালিতাবাড়ীতে শেষ হলো বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

 
শেরপুরের নালিতাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৩ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) বিকেলে নালিতাবাড়ী তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে নালিতাবাড়ী পৌরসভা একাদশ ৫-৩ গোলে উপজেলার ৩নং রাজনগর ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি খৃষ্টফার হিমেল রিছিল ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী,পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক,প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি মান্নান সোহেল,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক- উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা, ক্রীড়া সংস্থার সদস্য শফিকুল ইসলাম, মঞ্জরুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইয়াছিন আরাফাত প্রান্তিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা, মঞ্জুরুল, আব্দুল মজিদসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ ও উপজেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও টিম ম্যানেজারসহ টিমের সকলের হাতে ট্রফি তুলে দেন।
খেলাটি ১২ ইউনিয়ন পরিষদ -১টি পৌরসভা নিয়ে ১৩ তারিখে শুভ উদ্বোধন করা হয়েছিল ।