নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।

  স্বাধীন বাংলা নিউজ ৩১ মে ২০২৩ , ৩:৪৯ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত।



শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ” তামাক নয় – খাদ্য ফলান”।
৩১ মে (বুধবার) বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুম (তেপান্তর) এ অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফ্ফাত জাহান তুলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াজ করুনি, পল্লী বিদ্যুৎ সমিতি নালিতাবাড়ী আঞ্চলিক কেন্দ্রের ডিজিএম মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা ভেটেরিনারি সার্জন ড. মোঃ আবু সাঈম,প্রেসক্লাবের সহ সভাপতি মাহফুজুর রহমান সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন মোঃ সুলতান মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ।  
উল্লেখ্য বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে। 
এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো। বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৬০ লক্ষ মানুষ মৃত্যু বরণ কারেন ধুমপান করে।যার মধ্যে ধুমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে প্রায় ৬,০০,০০০ অ-ধূমপায়ী ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। 
এই দিবসটি সরকার, জনস্বাস্থ্য সংগঠন, ধূমপায়ী, উৎপাদনকারী, এবং তামাক শিল্পের কাছ থেকে উদ্যম এবং প্রতিরোধ উভয়ের মাধ্যমে বিশ্বজূড়ে পালিত হয়ে আসছে।
বাংলাদেশে ধূমপান নিয়ন্ত্রণে আইন পাস হয়েছে ২০০৫ সালে। সম্প্রতি আইনে সংশোধনীও আনা হয়েছে। প্রকাশ্যে ধূমপানের জরিমানা ৫০ টাকা থেকে বেড়ে এখন ৩০০ টাকা।