নালিতাবাড়ী

একুশে পাঠচক্রের নবম আসর অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ৬ অক্টোবর ২০২৩ , ৭:৩৬ পিএম অনলাইন সংস্করণ

একুশে পাঠচক্রের নবম আসর অনুষ্ঠিত

‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০৬ অক্টোবর শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।


‘মুক্তিযুদ্ধের চেতনা ও শিক্ষক দিবসের ভাবনা’শিরোনামে একুশে পাঠচক্রের ৯ম আসরে মেধাবীদের শিক্ষকতা পেশায় আনার আহ্বান জানান।তার জন্য শিক্ষকদের আলাদা ও সর্বোচ্চ বেতন স্কেল প্রয়োজন।আর ড.কুদরত ই খোদা শিক্ষানীতি বাস্তবায়ন করতে পারলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব।

এছাড়াও অতীত এবং সামসময়িক শিক্ষার প্রেক্ষাপট নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা হয়।বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারের সভাপতিত্বে
আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ছড়াকার ও শিক্ষক আশরাফ আলী চারু,প্রভাষক আজাদ সরকার,শিক্ষক কার্তিক সাহা,শিক্ষক মাহমুদুল আহসান লিটন সঞ্চালনা করেন ছড়াকার শহীদুল ইসলাম ফকির।এচাড়াও উপস্থিত শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক মো.আল-আমিন,
প্রভাষক স্বপ্না জামান,সাংবাদিক শাহাদাত তালুকদার প্রমুখ।

আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,ছড়াকার ও শিক্ষক আশরাফ আলী,প্রভাষক ও কবি আজাদ সরকার,প্রভাষক মো.আল-আমিন,আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ।