নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে বন্য হাতির তাণ্ডবে কয়েকশো কৃষক নিঃস্বর পথে।

  স্বাধীন বাংলা নিউজ ১০ মার্চ ২০২২ , ১০:২৭ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে বন্য হাতির তাণ্ডবে কয়েকশো কৃষক নিঃস্বর পথে।



নালিতাবাড়ীতে বন্য হাতির তাণ্ডবে কয়েকশো কৃষক নিঃস্বর পথে।
শাহাদত তালুকদার স্টাফ রিপোর্টারঃ 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্তবতী এলাকায় নাকুগাও গ্রামে বন্য হাতি হানা দিয়ে যাচ্ছে একের পর এক।
নিউজ হয়েছে অনেক, নানা সময়ে সরকার পদক্ষেপ নিতে দেখা গেছে, কিন্ত সমাধানে মুখ দেখতে পারেনি স্থানীয় বাসিন্দারা। 
বন্য হাতির তাণ্ডবে বসতি বাড়ি, কৃষকের জমি এবং প্রাণনাশের ঘটনা ঘটেছে।স্থানীয়রা বলেন এক সাথে ৪০/৫০ টি করে হাতি ভারত থেকে বাংলাদেশে অবস্থান করে আর ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। এ নিয়ে স্থানীয় কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন। কৃষকরা জানান আমরা অনেক কষ্ট করে শেষ সম্বল দিয়ে ধান চাষ করেছি।কিন্ত একের পর এক যে ভাবে আমাদের ফসল নষ্ট করে যাচ্ছে, এর সমাধান না হলে নিঃস্ব হয়ে আমাদের পথে বসতে হবে। 
এ নিয়ে স্থানীয় সাংসদ অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরী, জেলা প্রশাসক সহ নানা মাধ্যম কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছেন নানা সময়ে। কিন্ত কৃষকরা চাই স্থায়ী সমাধান।