নালিতাবাড়ী

শেরপুরে জমি অধিগ্রহণের দ্বিতীয় পর্যায়ে ৪ কোটি টাকার চেক বিতরণ

  স্বাধীন বাংলা নিউজ ২২ ফেব্রুয়ারী ২০২২ , ৮:৩০ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে জমি অধিগ্রহণের দ্বিতীয় পর্যায়ে ৪ কোটি টাকার চেক বিতরণ



শেরপুরে জমি অধিগ্রহণের দ্বিতীয় পর্যায়ে ৪ কোটি টাকার চেক বিতরণ 
হাফিজুর রহমান লাভলু, শেরপুরঃ
শেরপুরে কানাশাখোলা-অষ্টমীতলা ২.৭ কিলোমিটার সড়ককে আঞ্চলিক মহাসড়কের মান উন্নয়নে অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে দ্বিতীয় পর্যায়ে প্রায় ৪ কোটি টাকার চেক প্রদান করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
জেলা প্রশাসক মোমিনুর রশীদের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, শেরপুর সওজের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমানসহ সুবিধাভোগী ব্যক্তিবর্গ।
উল্লেখ্য,দ্বিতীয় পর্যায়ে অদিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ৩৭ টি পরিবারের মাঝে ৩ কোটি ৭৫ লক্ষ ৯৮ হাজার ৭৩৯ টাকার চেক বিতরণ করা হলো।এরপুর্বে প্রথম পর্যায়ে ৩কোটি ৯৫ লক্ষ ৯৮ হাজার ৭৩৯ টাকার চেক বিতরণ করা হয়েছে। বাকি পরিবারের মাঝে শিগ্রই চেক বিতরণ করা হবে।