নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে পিস হিসাবে তরমুজ কিনে কেজি দরে বিক্রিঃ ক্রেতাদের অভিযোগ।

  স্বাধীন বাংলা নিউজ ২৩ মার্চ ২০২৩ , ১২:৪৩ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে পিস হিসাবে তরমুজ কিনে কেজি দরে বিক্রিঃ ক্রেতাদের অভিযোগ।



নালিতাবাড়ীতে পিস হিসাবে তরমুজ কিনে
কেজি দরে বিক্রিঃ ক্রেতাদের অভিযোগ। 
রমজানকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলায় খুচরা তরমুজ বিক্রেতারা বাড়তি মুনাফার লোভে পিস হিসেবে কিনে কেজি দরে বিক্রি করছেন। এমন অভিযোগে ক্রেতাদের মাঝে রয়েছে। 
গরমের আবহাওয়া, রমজান মাস কে সামনে রেখে বাজারে তরমুজ নেমেছে কিন্তু দামে আগুন, আবার কেজি দরে হচ্ছে বিক্রি,এ নিয়ে ক্রেতাদের অভিযোগ এর শেষ নেই।ক্রেতা ফরিদ আহম্মদ বলেন, পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করলে একটি তরমুজে শতভাগেরও বেশি দাম পড়ে। এতে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন। আসন্ন রমজান মাসে তরমুজের চাহিদা বৃদ্ধি পাবে। তখন যাতে খুচরা বিক্রেতারা কেজি দরে তরমুজ বিক্রি করতে না পারেন সেজন্য তরমুজের খুচরা বাজারে নজরদারি জোরদার করার জন্য প্রশাসন কে অনুরোধ করছি।
 নালিতাবাড়ীতে তেমন পাইকারি তরমুজের আড়ত নেই। সরাসরি চাষ জমি থেকে কিনে নিয়ে আশে পিস হিসাবে।
খুচরা বিক্রেতা পিস হিসেবে কিনে কেজি দরে বিক্রি করছেন, যদি পিস হিসাবে দাম করা হয় এমন ভাবে দাম বলে যা কেজিতে গিয়ে ধারায়। এভাবে বিক্রি করে যাচ্ছে,
তারা চরম অন্যায় করছেন। কেজি রে তরমুজ না কেনার জন্য ক্রেতাদের সচেতন নাগরিক দের আহবান। 
এই অভিযোগে বিক্রেতারা বলেন সকল কিছুর দাম বেশি আমাদের গাড়ি বাড়া দিয়ে নানা খরচে লাভ বেশি থাকে না,আর ক্রেতারা যেভাবে চাচ্ছে সেভাবেই বিক্রি করছি।
এখনও প্রশাসন তরমুজ বিক্রি মনিটরিংয়ে দেখা যায়নি।ক্রেতাদের অনুরোধ এসবে যেনো 
প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে।