নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে প্রথম প্রহরে পালিত হলো একুশে পাঠচক্রের প্রভাতফেরী

  স্বাধীন বাংলা নিউজ ২১ ফেব্রুয়ারী ২০২৪ , ৬:১৯ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে প্রথম প্রহরে পালিত হলো একুশে পাঠচক্রের প্রভাতফেরী



শেরপুর নালিতাবাড়ী পৌরশহরে সেঁজুতি অঙ্গনে একুশের চেতনায় একুশের প্রথম প্রহরে একুশে পাঠচক্রের আয়োজনে
বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় প্রভাতফেরী পালিত হয়।’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ‘ গান গেয়ে খালি পায়ে প্রভাতফেরী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেঁজুতি অঙ্গন এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক সদানন্দ সরকার,সংস্কৃতিমান পাহাড়ি মামুন,কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন,লিটলম্যাগ বালুচরের সহকারি সম্পাদক মানিক সাহা,শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সজল কর্মকার, সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষক অমিত চক্রবর্তী, শিক্ষার্থী একুশে দ্যুতি,মোনালি সাহা,তাসনিম মাশুক প্রমুখ।