নালিতাবাড়ী

নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে ৪৯জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন

  স্বাধীন বাংলা নিউজ ৩ নভেম্বর ২০২১ , ১:২৪ এএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে ৪৯জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন

 

নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

শাহাদত তালুকদার স্টাফ রিপোর্টারঃ  
নিচের তালিকা দেওয়া হলো প্রতিটি ইউনিয়নের । 
  
নালিতাবাড়ী ১ নং পোড়াগাও ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারাঃ    
** বন্দনা চাম্বুগং।
**জামাল উদ্দিন
**মোঃ ইসমাইল হোসেন
**আজাদ মিয়া
**মোঃ সিরাজুল ইসলাম  , 
মোটঃ৫ জন। 

 ২ নং নন্নি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারাঃ     
** বিল্লাল হোসেন চৌধরী
** নজরুল ইসলাম
**হাকিম মোঃ আব্দুর রব
**আবুল কাশেম মুহম্মদ মাহবুবুর রহমান,
    মোটঃ ৪ জন।   

৩ নং রাজনগর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারাঃ    
** বিপ্লব বর্মন। 
**আফসর আলী
**মোঃআতিউল্ল্যাহ
**মোঃ সেকান্দর আলী
**মোঃ তানযিল
** মোঃ আতাউর রহমান
**মোঃ আজাহারুল হক
  মোটঃ ৭ জন।
 
৪ নং নয়াবিল ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারাঃ    
** নূর ইসলাম। 
**মোঃ মিজানুর রহমান
** লতিফুল ইসলাম
   মোটঃ৩ জন।

৫ নং রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারাঃ    
 ** আমানুল্লাহ বাদশাহ । 
মোটঃঃ ১জন। 

৬ নং কাকরকান্দি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারাঃ    
** শহীদু উল্লাহ তালুকদার মুকুল।   
** নিয়ামুল কাউছার
**আবুল কাশেম   
মোটঃঃ ৩ জন।

৭ নং নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারাঃ    
**আসাদুজ্জামান আসাদ। 
**ফজলুল হক
**রেজাউল করিম  
মোটঃ৩জন।

৮ নং রুপনারায়নকুড়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারাঃ    
 ** মিজানুর রহমান। 
**সোহেল রানা
**মোঃ মঞ্জুর আল মামুন
মোটঃ৩ জন। 

৯ নং মরিচপুরান ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারাঃ    
** শফিকুল ইসলাম শফিক। 
**বিল্লাল
**ফজলুর রহমান
**আইয়ুব আলী
**জাহাঙ্গীর আলম
**নজরুল ইসলাম
     মোটঃ ৬ জন।
 
১০ নং যোগানিয়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারাঃ    
 ** আব্দুল লতিফ
**মোঃ তাকিজুল ইসলাম তারা
 মোটঃ২জন।

১১ নং বাঘবের ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারাঃ    
** আব্দুস সবুর।  
**হাসানুজ্জামান রিয়াদ
** নুরুল ইসলাম  
**আতাউর রহমান
** হাফিজুর রহমান খোকন
  মোটঃ৫জন

১২ নং কলসপাড় ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন যারাঃ    
** আবুল কাশেম
**আব্দুল হালীম
** মেহেদী হাসান
**মোঃ জাহাঙ্গীর আলম
**মোঃ তাঃ মজিদ
**মোঃ ফকর উদ্দিন নয়ন     
মোটঃ৬জন

আগামী ৪নভেম্বর২০২১ তারিখে সকাল ১০ঃ০০ঘটিকায় যাচাই বাছাই করা হবে।
ইতিমধ্যেই রামচন্দ্রকুড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আমানুল্লাহ বাদশাহ সিলেকশন হয়ে গেছে।