নালিতাবাড়ী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রথম ধাপে নালিতাবাড়ী পৌরসভা।

  স্বাধীন বাংলা নিউজ ১৫ মার্চ ২০২৩ , ৬:২৮ পিএম অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রথম ধাপে নালিতাবাড়ী পৌরসভা।



স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রথম ধাপে নালিতাবাড়ী পৌরসভা।   

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রথম ধাপে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভাসহ দেশের ৫ টি পৌরসভার হোল্ডিং ট্যাক্স অনলাইনে গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নগদে এই হোল্ডিং ট্যাক্স প্রদান বাস্তবায়নের লক্ষে উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নালিতাবাড়ী পৌরসভার আয়োজনে বুধবার (১৫ মার্চ) সকালে পৌরসভা মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা ও নগদ সূত্রে জানা যায়, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সারা দেশের ৩২৫ টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে নালিতাবাড়ী পৌরসভাসহ ৫টি পৌরসভার হোল্ডিং ট্যাক্স নগদের মাধ্যমে গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে গ্রাহক ঘরে বসে সহজেই নগদ অ্যাপসের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। এছাড়াও শহরের ফ্লেক্সিলোড ব্যাবসায়ীদের কাছ থেকেও গ্রাহকেরা এই সেবা ভোগ করতে পারবেন পর্যায়ক্রমে দেশের সকল পৌরসভাতেই এই কার্যক্রম চালু হবে বলেও জানা যায় 
এসময় মতবিনিময় সভায় নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, পৌরসভার উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম, নগদের শেরপুর জেলার আঞ্চলিক ম্যানেজার নাহিদ হোসাইন খান, বকশীগঞ্জের আঞ্চলিক ম্যানেজার ওয়াহিদুর রহমান, নালিতাবাড়ীর সুপারভাইজার জাহিদ হাসান প্রমুখ। পরে নগদের কর্মকর্তাগণ শহরের ৬১ জন উদ্যোক্তাকে নগদ অ্যাপসের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স গ্রহনের বিষয়ে প্রশিক্ষণ দেয়।