নালিতাবাড়ী

মুক্তিযুদ্ধের সংগঠক ওয়াজেদ আলী তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ৮ অগাস্ট ২০২৩ , ৭:০৩ পিএম অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধের সংগঠক ওয়াজেদ আলী তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত



মুক্তিযুদ্ধের সংগঠক ওয়াজেদ আলী তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত 
শেরপুর নালিতাবাড়ীর মুক্তিযুদ্ধের সংগঠক ওয়াজেদ আলী তালুকদারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিক উপলক্ষে স্মরণসভা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় শিশু মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।মঙ্গলবার বিকেলে সেঁজুতি বিদ্যানিকেতন অঙ্গনে সেঁজুতি সাহিত্য পরিষদ ও বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজনে শেকড়ের ঘ্রাণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রজব তালুকদার।লুৎফুল ইসলাম নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক- উপজেলা আওয়ামীলীগের সদস্য সরকার গোলাম ফারুক,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার,রফিক তালুকদার,৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, প্রিন্সিপাল নজরুল ইসলাম বকুল,সাদরুল আহসান মাসুম,বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম সওদাগর,বরুয়াজানী হাসান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রমুখ ।
শেকড়ের ঘ্রাণ অনুষ্ঠানে বক্তারা বলেন,২০১৭ সনের ০৮ আগস্ট মৃত্যুবরণ করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ওয়াজেদ আলী তালুকদার।নালিতাবাড়ী আওয়ামী লীগের রাজনীতির প্রতিষ্ঠাকালীন থেকেই জড়িত।
ওয়াজেদ আলী তালুকদার ছিলেন প্রচারবিমুখ নিভৃতচারী মানুষ। সমাজকল্যাণে নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করেছেন নিরন্তর। পরিবারের তরুণদের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের জন্য সীমান্তবর্তী পৌঁছে দিয়েছেন।গ্রামের এবং আত্মীয় স্বজনদের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের জন্য সাংগঠনিক কাজ করেছেন নিজের জীবনবাজী রেখে।
বক্তারা আরো বলেন,ওয়াজেদ আলী তালুকদার একটি নাম, একটি ইতিহাস। সৎ, সজ্জন, বিনয়ী, নির্ভীক এমন অনেক গুণে গুণান্বিত ছিলেন তিনি। দলমত নির্বিশেষে সবার কাছে ছিলেন অত্যন্ত প্রিয় মানুষ। দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায়, অবিচার থাকে কখনো স্পর্শ করতে পারেনি। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন।তিনি প্রাথমিক বিদ্যালয়ের সেকেন্ড মাস্টার দিয়ে কর্মজীবন শুরু করেছেন।চাকরি ছেড়ে ইউনিয়ন পরিষদের সদস্য, জুড়ি বোর্ডের সদস্যও ছিলেন।