নালিতাবাড়ী

নয়াবিল ইউনিয়নের মানুপাড়া বাজারে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর

  স্বাধীন বাংলা নিউজ ২৬ নভেম্বর ২০২১ , ৯:৫৫ এএম অনলাইন সংস্করণ

নয়াবিল ইউনিয়নের মানুপাড়া বাজারে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর



নয়াবিল ইউনিয়নের মানুপাড়া বাজারে নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর । 
 শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া বাজারে ২৬ নভেম্বর রাতে দুর্বৃত্তরা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ নূর ইসলাম এর নির্বাচনী অফিস ভাঙচুর করেন  ।
  
শুক্রবার সকালে বিষয় টি এলাকাবাসি লক্ষ্য করলে পুলিশ প্রশাসন কে অবগত করেন। 
এই ঘটনা সম্পর্কে অভিযোগ করে প্রার্থী নূর ইসলাম  বলেন সন্ত্রাসীরা শুধু  আমার  অফিস ভাঙচুর করেন নি অফিসের সাথে আমাদের বঙ্গবন্ধু মার্কা নৌকা ভাঙচুর করে পা দিয়ে পাড়িয়ে ছে।  এই ঘটনা স্বাধীন দেশের জন্য লজ্জা।   আমি  সঠিক তদ্রন্তের মাধ্যমে দ্রুত গ্রেফতার দাবি জানাই। 
এই বিষয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মমিন লিক্সন বলেন বিদ্রোহী যারা প্রার্থী তাদের এই কাজ। তাদেরকে  অবিলম্বে গ্রেফতার করা হোক। 
অধ্যাপক তোফাজ্জল হোসেন বলেন আমরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করে যাচ্ছি। কিন্তু আজকের গঠনা অপ্রত্যাশিত।
         
এই বিষয়ে নালিতাবাড়ী থানার এস আই আওলাদ বলেন আমরা অভিযোগ পাওয়ার পরপরই সঠিক তদ্রন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। 
নিয়াবিল ইউনিয়নে নৌকার সাথে দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। একজন লতিফুল ইসলাম বকুল আনারস প্রতীকে। মিজানুর রহমান মোটরসাইকেল প্রতীকে।