নালিতাবাড়ী

শেরপুরে ভ্যানগাড়ী উপহার দিলেন ছাত্রলীগ নেতা আবু হামজা কনক।

  স্বাধীন বাংলা নিউজ ২৩ মার্চ ২০২৩ , ৮:৩৭ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে ভ্যানগাড়ী উপহার দিলেন ছাত্রলীগ নেতা আবু হামজা কনক।



শেরপুরে শরবত বিক্রেতাকে ভ্যানগাড়ী উপহার দিলেন ছাত্রলীগ নেতা আবু হামজা কনক।
শেরপুর জেলার নকলা উপজেলায় শাহ মো.আব্দুল মতিন নামের এক শরবত বিক্রেতাকে ভ্যানগাড়ী উপহার দিয়েছেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামজা কনক।
বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে হাফেজ মতিনের হাতে ওই ভ্যানগাড়ী তুলে দেন তিনি।
ছাত্রলীগ নেতা আবু হামজা কনক বলেন 
 ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা চার সন্তানের জনক কোরআনের হাফেজ মাওলানা শাহ মো. আব্দুল মতিন। সে দীর্ঘদিন যাবৎ নকলা উপজেলার বিভিন্ন বাজারে ভাঙ্গা ভ্যানগাড়িতে শরবত বিক্রি করে কোনমত সংসার চালাচ্ছিলেন। তার একমাত্র আয়ের উৎসই ছিল ভ্যানগাড়ীটি। পুরাতন হওয়ায় প্রায় সময়ই নস্ট থাকতো গাড়ীটি। যেদিন শরবত বিক্রি করতে না পারত সেদিন তার ঘরে চুলায় আগুল জ্বলতো না। হঠাৎ আমার নজরে আসে বিষয়টি। হাফেজ মতিনের পরিবারের কথা চিন্তা করে নতুন একটি ভ্যানগাড়ী উপহার দিলাম। 
আমার জন্য দোয়া করবেন সবাই, ভালো কাজের সাথে থাকতে চাই। 
উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামজা কনক সম্পর্কে তথ্য নিলে জানাযায়  সে সকল ভালো কাজে নিজেকে রাখেন,   করোনার সময়  মাঠে কাজ করে বিশাল আলোচনায় রয়েছিলেন।