নালিতাবাড়ী

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের একুশ উদযাপন

  স্বাধীন বাংলা নিউজ ২১ ফেব্রুয়ারী ২০২২ , ১২:৩০ পিএম অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের একুশ উদযাপন



বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের একুশ উদযাপন। 
স্বাধীন বাংলা নিউজ ডেস্কঃ 
আজ অমর একুশে,রক্তস্নাত ভাষান্দোলনের পথ ধরে অর্জিত মা’য়ের ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রাপ্তির দিন,মহান শহীদ দিবস,একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
 শেরপুরের নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় একুশ শতকের একুশ পালিত হয়েছে। 
২১ ফেব্রুয়ারি সোমবার দিবসটি উপলক্ষে সেঁজুতি বিদ্যানিকেতন প্রাঙ্গণে সকাল ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। 
সকাল ৯ টায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রদ্ধায়,স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শিশু শিক্ষার্থী একুশে দ্যুতি,চন্দ্রিকা দ্যুতি,মোনালি সাহা।
পুষ্প স্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মুনীরুজ্জামান প্রথমে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করেন।তিনি আরো বলেন,মায়ের ভাষাকে মর্যাদা দিতে,ভালোবাসতে এবং সকল ক্ষেত্রে চর্চায় এগিয়ে আসতে হবে। এ সুযোগ তৃণমূল পর্যায়ে অবাধ ও উন্মুক্ত রাখার আহ্বান জানান।