নালিতাবাড়ী

একুশে পাঠচক্রেের নিয়মিত আসর অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ৮ মার্চ ২০২৪ , ৬:২১ পিএম অনলাইন সংস্করণ

একুশে পাঠচক্রেের নিয়মিত আসর অনুষ্ঠিত
মুনীরুজ্জামান ঃ
‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০৮ মার্চ শুক্রবার বিকাল ৪টায় সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘নারী ও সমাজ ভাবনা’ শিরোনামে একুশে পাঠচক্রের ৩১তম আসরে শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী।
বক্তব্য উপস্থাপনা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, লেখক জোবায়দা খাতুন,শিক্ষার্থী একুশে দ্যুতি,চন্দ্রিকা দ্যুতি,মিথিল সাহা,পৌসী সাহা। সঞ্চালনা করেন অমিত চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাদ্দাম হোসেন, শিক্ষক মাহমুদুল আহসান লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাদ্দাম হোসেন,শিক্ষক মনি গাঙ্গুলি,শঙ্করী সূত্রধর,তনিমা ইসলাম,স্মৃতি প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতার আসরে কবিতা পাঠ করেন মিথিল সাহা,তিথি সাহা,শুভজিৎ সাহা এবং গান পরিবেশন করেন বিজয়া সাহা।