নালিতাবাড়ী

মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখলেন নালিতাবাড়ীর কয়েকশত নেতাকর্মী

  স্বাধীন বাংলা নিউজ ৬ নভেম্বর ২০২৩ , ৬:৩৫ পিএম অনলাইন সংস্করণ

মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখলেন নালিতাবাড়ীর কয়েকশত নেতাকর্মী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি হলে গিয়ে উপভোগ করেছে শেরপুরের নালিতাবাড়ী রামচন্দ্রকুড়া ইউনিয়নের আওয়ামীলীগের কয়েকশত নেতাকর্মী।

উপজেলা আওয়ামী যুবলীগের নেতা উক্ত ইউনিয়নের নৌকা মনোনীত প্রার্থী হাফিজুল ইসলাম জুয়েল আয়োজন করেন সিনেমাটি উপভোগ করার।

সোমবার (০৬ নভেম্বর) দুপুরে শহরের অন্তরা সিনেমা হলে ইউনিয়নের নেতাকর্মী হাফিজুল ইসলাম জুয়েলের নেতৃত্বে মিছিলে মিছিলে প্রবেশ করেন।

সিনেমার উদ্দেশ্যে হাফিজুল ইসলাম জুয়েল বলেন এই সিনেমার মাধ্যমে আগামী প্রজন্ম জানতে পারবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন। যিনি লড়াই-সংগ্রাম আর ত্যাগের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। এমন সিনেমার তৈরির জন্য সংসদ উপনেতা অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর নির্বাচনী অঞ্চলের সকল নেতাকর্মীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। এবং সবাইকে দেখার অনুরোধ জানান সিনেমাটি।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনারুল,বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সামাদ,ছাত্রলীগ নেতা জসিম প্রমুখ।

মুভির শেষে হলে উপস্থিত সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।