নালিতাবাড়ী

শেরপুরে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার-২

  স্বাধীন বাংলা নিউজ ৬ ডিসেম্বর ২০২১ , ৮:২৭ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার-২



শেরপুরে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার-২
হাফিজুর রহমান লাভলুঃ
শেরপুর সদর উপজেলার ডুবারচরে পুলিশ পরিচয়ে এক স্কুলশিক্ষকের টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন শেরপুর জেলা শহরের মীরগঞ্জ মহল্লার বাসিন্দা আলিফ ও আরাফাত।
পুলিশ জানিয়েছে, ৫ ডিসেম্বর রবিবার রাত সাড়ে ১১টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরছিলেন শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। পথে ডুবারচর এলাকায় আটক ব্যক্তিরা পুলিশ পরিচয় দিয়ে মাদক উদ্ধারের নামে তার শরীরে তল্লাশি চালান। এসময় তারা মোবাইল ফোন ও টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। শিক্ষক রফিকের চিৎকারে স্থানীয়রা এবং টহল পুলিশ দল এসে তাদের আটক করে।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, ‘আলিফ ও আরাফাতের নামে রফিকুল ইসলাম একটি মামলা করেছেন। আলিফ ও আরাফাতের নামে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে। আলিফ একটি মামলায় এক সপ্তাহ আগে জামিনে বেরিয়েছেন।’