নকলা

বঙ্গবন্ধুর জন্মদিনে মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ

  স্বাধীন বাংলা নিউজ ১৭ মার্চ ২০২২ , ৯:০৭ পিএম অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর জন্মদিনে মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ



বঙ্গবন্ধুর জন্মদিনে মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ 
মো. ফিরোজ কবির, নকলা উপজেলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০২ তম জন্মদিন উপলক্ষে মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠন এর মাস্ক ও বৃক্ষ রোপন করা হয়। এসময়
 ফলজ,বনজ উভয় প্রকারের গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
 ১৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আল আমিন দিদার, নকলা অটো সিএনজি মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনার এবং মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শেরপুর জেলা ছাত্রলীগের উপ স্কুল ছাত্র সম্পাদক তাসনিমুল হাসান নির্ভীক ।
এসময় আরও উপস্থিত ছিলেন,শেরপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান সম্পাদক ফুরকান আহমেদ,অন্যতম সদস্য মাহমুদুল খান, অভি,শাহবাজ উদ্দিন বাবু,নাজিম,হুমায়ুন কবির রাসেল,বাবুল মিয়া,আমিরুল আপন,অর্ণব রায় সহ অনেকেই। 
মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি তাসনিমুল হাসান নির্ভীক জানান,মুক্তিযুদ্ধের চেতনা ও শেখ মুজিবুর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে। 
আমাদের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচী বছরব্যাপী অব্যাহত থাকবে।