নকলা

অনারবোর্ড বিতর্কে উরফা ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

  স্বাধীন বাংলা নিউজ ১৯ এপ্রিল ২০২২ , ৩:৩০ পিএম অনলাইন সংস্করণ

অনারবোর্ড বিতর্কে উরফা ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ



অনারবোর্ড বিতর্কে উরফা ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ
বিশেষ প্রতিনিধিঃ-সম্প্রতি শেরপুর জেলার নকলা উপজেলার ৩ নং উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভূট্টো কর্তৃক পরিষদে সংরক্ষিত অনার বোর্ড থেকে সাবেক তিন জন চেয়ারম্যান এর নাম বাদ দেওয়ার অকাট্য প্রমাণসহ অভিযোগ উঠেছে। এ তালিকা থেকে বাদ পড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল তথা স্বাধীনতার পরে উক্ত ইউনিয়নের নির্বাচিত প্রথম চেয়ারম্যান(রিলিফ) জনাব মোঃ আবু বকর সিদ্দিকের নামও। বিষয়টির প্রতিকার উক্ত ভুক্তভোগী চেয়ারম্যানের সন্তান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এফ. এম. কামরুল আলম রঞ্জু। গত ৪ এপ্রিল জেলা ও উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগও প্রদান করেন। উরফা ইউনিয়নের জীবিত মুক্তিযোদ্ধা ও সাধারণ জনগণের ভেতর আলোচ্য অভিযোগটি নিয়ে ক্ষোভের সঞ্চার হলে তা নিয়ে শেরপুর ট্রিবিউন এ গত ১৬ এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন উক্ত বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেছেন তা জানতে চাওয়া হলে, গতকাল ১৮ এপ্রিল নকলা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, অত্র ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো কে চিঠি পাঠিয়েছি, এটা ব্যাখ্যা স্বরুপ,এটার ভিত্তি কি,উনি সঠিক করেছেন কিনা,আর না করে থাকলে সঠিক করে দেওয়ার জন্য।