নকলা

নকলায় কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

  স্বাধীন বাংলা নিউজ ২৭ এপ্রিল ২০২৩ , ১০:৩৫ পিএম অনলাইন সংস্করণ

নকলায় কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা



নকলায় কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে নকলায় কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে, গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
শেরপুর জেলার নকলা উপজেলা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে ২৭এপ্রিল নকলা উপজেলার ৭নং টালকি ইউনিয়নের ফুলপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী গর আলীর ৪২ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনকের নেতৃত্বে উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ছাত্রলীগ নেতা
নাজমুল হাসান নাঈম, শাওন হাসান,আল আমিন আকন্দ,স্বাধীন,ইয়াকুব,,রাজু মিয়া, মজিদ মিয়া, লেমন,মুখলেস,সিফাত,আশরাফুল,ইসমাইল, মামুন,নিরব,রিপন সহ আরও কিছু কর্মী। 
ধান কাটা নিয়ে আবু হামযা কনক বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে আমরা নকলা উপজেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচির মাধ্যমে মাঠে নেমেছি। ছাত্রলীগ সব সময় দেশের সকল সংকট মুহূর্তে এবং অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় আমি বিগতদিনেও এ সকল কাজে ছিলাম আজও আছি আগামীদিন গুলোতেও থাকব ইনশাআল্লাহ।