নকলা

নকলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  স্বাধীন বাংলা নিউজ ১৪ এপ্রিল ২০২২ , ৩:৫৮ পিএম অনলাইন সংস্করণ

নকলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ



নকলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নকলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/ ২২,২৩ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
১৩ এপ্রিল বুধবার দুপুরদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলা,শেরপুর’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে উক্ত ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আঃ রশিদ সরকার,কৃষক লীগের যুগ্ম আহবায়ক আঃ মন্নাফ খান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও মো. মাহামুদুল হাসান মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ’র দেয়া তথ্য মতে উপজেলার ৮০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে আউশ উফশী (ব্রিধান-৪৮), ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিটি কৃষক প্রাপ্ত বীজ ও সার প্রয়োগ করে ৩৩ শতাংশ (১বিঘা) জমিতে আউশ ধান রোপণ করতে পারবে।