নকলা

লেখাপড়ার সুযোগ পেলো মাদরারা ছাত্র জিহাদ

  স্বাধীন বাংলা নিউজ ১২ জুন ২০২২ , ৫:৩৭ পিএম অনলাইন সংস্করণ

লেখাপড়ার সুযোগ পেলো মাদরারা ছাত্র জিহাদ



লেখাপড়ার সুযোগ পেলো মাদরারা ছাত্র জিহাদ
 এ.এম.ফিরোজ,নকলা উপজেলা প্রতিনিধিঃ 
শেরপুরের নকলায় মাদরাসা ছাত্র জিহাদের লেখাপড়ার দায়িত্ব নিলেন নকলা মানবিক সহায়তা যুব সংস্থা। পৌরসভার আওতাভুক্ত কায়দা দক্ষিন এলাকার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা জিহাদ। জিহাদের বাবা মরহুম গোলাম রব্বানী। তিনি দিনমজুরের কাজ করে স্ত্রী সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করতেন। একদিন সেগুন গাছের ডাল কাটতে গিয়ে পা পিছলিয়ে পড়ে গিয়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে পঙ্গু হয়ে যায়। দীর্ঘ ৮ বছর বিছানায় পড়ে অবশেষে ২০২২ রমজান মাসের শুরুতেই তিনি মৃত্যুরবরণ করেন। বাবার মৃত্যুর সাথে সাথেই একমাত্র সন্তান জিহাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। নকলা মানবিক সহায়তা যুব সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন বিষয়টি অবগত হওয়া মাত্রই ছুটে যান তার বাড়ি। এবং জিহাদের লেখাপড়ার দায়িত্ব নিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। উক্ত সংস্থা ২০২১ সাল থেকেই ছেলেটির লেখাপড়ার খরচ চালিয়ে আসছেন।
 
 আজ ১২ জুন রবিবার বিকেলে জিহাদকে এক সেট গাইড দিয়ে আসেন। জিহাদ নকলা শাহরিয়ার ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র।  
এসময় উপস্থিত ছিলেন, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন,সাধারন সম্পাদক মো.মতিউর রহমান ও নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.এম.ফিরোজ প্রমুখ।