নকলা

ভাষা দিবসের অনুষ্ঠান দেখতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

  স্বাধীন বাংলা নিউজ ৪ অগাস্ট ২০২০ , ৩:১৮ এএম অনলাইন সংস্করণ

ভাষা দিবসের অনুষ্ঠান দেখতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

 শেরপুরের নকলা উপজেলার বারোমাইসা বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বারোমাইসা বাজারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হাসনখিলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ (১৮) ও বারোমাইসা গ্রামের শেলি মিয়ার ছেলে হামিদুল ইসলাম (১৮)।

পুলিশ জানায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠান দেখতে দুই বন্ধু মারুফ ও হামিদুল হাসনখিলা গ্রাম থেকে বারোমাইসা গ্রামের দিকে যাওয়ার পথে বারোমাইসা বাজারের মোড়ে নকলাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হামিদুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেল চালক মারুফকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে তারও মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।