নালিতাবাড়ী

নাচোলের রাণী মা খ্যাত ইলা মিত্রকে শ্রদ্ধায়,ভালোবাসায় স্মরণ

  স্বাধীন বাংলা নিউজ ১৩ অক্টোবর ২০২৩ , ১১:১০ পিএম অনলাইন সংস্করণ

নাচোলের রাণী মা খ্যাত ইলা মিত্রকে শ্রদ্ধায়,ভালোবাসায় স্মরণ

শ্রদ্ধায়,ভালোবাসায় ইলা মিত্র স্মরণে একুশে পাঠচক্রের ১০তম আসর ১৩ অক্টোবর বিকাল ৫টায় শেরপুর নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক এম এ হাকাম হীরা, কমরেড জাহিদুল ইসলাম জাহিদ, সাংস্কৃতিক সংগঠক জয়জিৎ দত্ত শ্যামল,লেখক কৃষিবিদ সায়েদুল ইসলাম,শিক্ষক কার্তিক সাহা প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, স্বেচ্ছাসেবক লীগ নালিতাবাড়ী উপজেলার সহসভাপতি সাদ্দাম হোসেন,কৃষক ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন, সাংস্কৃতিক কর্মী মানিক সাহা,নাট্যকর্মী আমিনুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনা করেন একুশে পাঠচক্রের আহ্বায়ক এস,এম হান্নান।


আলোচনায় অতিথিবৃন্দ বলেন, নাচোলের রাণী মা খ্যাত তেভাগা আন্দোলনের নেতৃ ইলা মিত্রকে বাঙালিরা ভুলে গেছেন।রাষ্ট্র উনার প্রতি যথাযথ সম্মান দেখাতে ব্যর্থ।বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজে ইলামিত্রের মতো আদর্শিক মানুষ প্রয়োজন।এছাড়াও ইলা মিত্রের শিক্ষা,সংস্কৃতি,রাজনীতি এবং পাষবিক অত্যাচারের ইতিহাস তোলে ধরেন।