নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে ওএমএস- (খোলা বাজারে চাল,আটা)বিক্রি করতে হিমশিম খাচ্ছে ডিলাররা

  স্বাধীন বাংলা নিউজ ২২ ফেব্রুয়ারী ২০২২ , ২:৩২ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ওএমএস- (খোলা বাজারে চাল,আটা)বিক্রি করতে হিমশিম খাচ্ছে ডিলাররা



ওএমএস- (খোলা বাজারে চাল,আটা)বিক্রি করতে হিমশিম খাচ্ছে ডিলাররা।
শাহাদত তালুকদার স্টাফ রিপোর্টারঃ
   
বাংলাদেশ সরকার চাল ও আটার দাম বেড়ে যাওয়ায় ওএমএস (খোলা বাজারে বিক্রি) কার্যক্রম শুরু করেছে উপজেলা পর্যাযয়ে।
সেই ধারাবাহিকতায় নালিতাবাড়ী পৌরশহরের তিনটি পয়েন্টে ডিলারদের বিক্রি কেন্দ্রে প্রতিদিন দেখাযায় কয়েকশো লোকের উপস্থিতি খোলা বাজারের চাউল আটা ক্রয় করতে। 
ডিলারদের প্রতিদিন ১ টন চাউল ১ টন আটা,(প্রতিদিন ২০০ জনকে, প্রতিজন ৫ কেজি চাউল ৫ কেজি আটা) বিক্রি করার নিয়ম থাকাই, হিমশিম খাচ্ছে ডিলাররা অতিরিক্ত উপস্থিতি চাপ থাকায়। 
ডিলার ফারুক হাসান জানান আমাদের দুইশত জন কে দেওয়ার বিক্রি ক্ষমতা থাকায় প্রায় দেখা যায় তিন থেকে চারশো ক্রেতার উপস্থিতি, তাই আমরা হিমশিম খাচ্ছি।
খোলা বাজারের চালের দাম প্রতি কেজি ৩০ টাকা, আটা প্রতি কেজি ১৮ টাকা।