নালিতাবাড়ী

নালিতাবাড়ী উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইন্টারনেটের আওতায়।

  স্বাধীন বাংলা নিউজ ২৫ মে ২০২২ , ১২:০৭ এএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ী উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইন্টারনেটের আওতায়।

নালিতাবাড়ী উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ইন্টারনেটের আওতায়।  

প্রতিটি বিদ্যালয়ে ইন্টারনেটের আওতায় আনয়নের লক্ষ্যে আজ ২৪ মে (মঙ্গলবার) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত গ্রামীণ ফোন রাউটার ও সিম বিতরণ করা হয়েছে।
বেলা ১২ টার সময় উপজেলা রিসোর্স সেন্টারে আলোচনা সভা, রাউটার ও সিম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেরদৌসী বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শেরপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর আলম মির্ধা,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শেরপুর। সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান,মোঃ সিদ্দিকুর রহমান, সরোয়ার জাহান ও গোলাম রাব্বানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহাম্মদ।
এসময় ৬৮ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য এর আগে আরো দুইটি বিদ্যালয়ে রাউটার ও সিম বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত ৭০টি বিদ্যালয়ে সরকারিভাবে ইন্টারনেট সংযোগ করা হলো। জানা গেছে,দ্রুত সময়ের মধ্যে বাকী বিদ্যালয়গুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।