নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে লিটল ম্যাগ “বালুচর” মোড়ক উন্মোচন।

  স্বাধীন বাংলা নিউজ ১২ জানুয়ারী ২০২৩ , ৭:৪৫ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে লিটল ম্যাগ “বালুচর” মোড়ক উন্মোচন।



নালিতাবাড়ীতে লিটল ম্যাগ “বালুচর” মোড়ক উন্মোচন। 

শেরপুরের নালিতাবাড়ীতে ১২জানুয়ারি২০২৩, বৃহস্পতিবার বিকালে পৌরসভায় অবস্থিত সেজুঁতি বিদ্যা নিকেতন অফিস কক্ষে রিয়াদ আল ফেরদৌস এর সম্পাদনায় “বালুচর”শিল্প সাহিত্যের ছোট কাগজ মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন করেন সেজুঁতি বিদ্যা নিকেতন এর প্রতিষ্ঠাতা সাহিত্যানুরাগী লাইলা আঞ্জুমান আরা।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মুনীরুজ্জামান। 

অনুষ্ঠান টি সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়াবিদ অসীম দত্ত হাবলু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি মান্নান সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইয়াছিন আরাফাত প্রান্তিক। 
এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও শিক্ষক নাজমুন নাহার,নাট্যশ্রমী নালিতাবাড়ীর চেয়ারম্যান রুকুনজ্জামান জুয়েল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল আহসান লিটন,শিক্ষক হান্নান, সাংবাদিক শাহাদত তালুকদার, শেখ রাসেল উপজেলা শাখার সাবেক সভাপতি ইউসুফ সহ অন্যান্য পাঠক অতিথি। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক  সজল কর্মকার।  
সম্পাদক রিয়াদ আল ফেরদৌস উদ্বোধনী  বক্তব্যে বলেন আমি এর আগেও কয়েকটি কাগজ সম্পাদনায় বের করেছি। লিটল ম্যাগ “বালুচর” ত্রৈমাসিক প্রকাশিত হবে। এছাড়াও নতুন প্রজন্মের মধ্যে আমাদের বই পড়া আগ্রহ তৈরি করতে হবে।