নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত।

  স্বাধীন বাংলা নিউজ ৭ মার্চ ২০২৩ , ৯:৫০ এএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত।



নালিতাবাড়ীতে আওয়ামীলীগের   ঐতিহাসিক ৭ মার্চ পালিত। 
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে দলীয় অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহাসিক স্বীকৃতি লাভ অসামান্য অর্জন বলেন বক্তারা।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছমা আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার আহাম্মেদ স্বপ্ন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব সরকার গোলাম ফারুক, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সদস্য বাবু গোপাল চন্দ্র সরকার,পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, আব্দুল লতিফ,  আলহাজ্ব জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন চৌধুরী প্রমুখ।
এছাড়াও যুবলীগ কৃষক লীগ, ছাত্রলীগ,সহ সকল সহযোগিত সংগঠনের নেতাকর্মী। 
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।