নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে ভেজাল ঔষধ বিক্রি করার কথা জানালেন প্রশাসন কে

  স্বাধীন বাংলা নিউজ ১৬ মার্চ ২০২৩ , ৯:৫৭ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ভেজাল ঔষধ বিক্রি করার কথা জানালেন প্রশাসন কে



নালিতাবাড়ীতে ভেজাল ঔষধ বিক্রি করার কথা জানালেন প্রশাসন কে 
নালিতাবাড়ী আড়াইআনী বাজারের ৩টি ঔষধের দোকানে ১৬ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় শেরপুর ড্রাগ সুপার ও নালিতাবাড়ী এ্যাসিল্যান্ডের যৌথ অভিযানে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। আড়াইআনী বাজারের সততা মেডিসিন হল ও সাদ মেডিসিন কর্নারকে মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল ঔষধ বিক্রি ও তিন্নী মেডিসিন কর্নারকে লাইসেন্স নবায়ন না থাকার কারণে এই জরিমানা করা হয়। সততা মেডিসিন কর্নারকে ৫০০০ টাকা,সাদ মেডিকেল হল কে ৫০০০ টাকাএবং তিন্নী মেডিসিন কর্নারকে ৩০০০ টাকা জরিমানা ধার্য করে এই ভ্রাম্যমান আদালত।
শেরপুর জেলার ড্রাগ সুপার মোঃ ফজলুল হক ও নালিতাবাড়ী উপজেলা এসিল্যান্ড মোছাঃ ইফফাত জাহান তুলি এর তথ্য মতে,ভেজাল ঔষধ আইন ১৯৪০ এর ১৮ এবং ১৯ ধারায় এই অপরাধ ও শাস্তি প্রদান করা হয়। এবং সেইসাথে এই তিনটি দোকানকে লাইসেন্স নবায়ন করা ও ভেজাল ঔষধ বিক্রি না করার জন্য নির্দেশনা দেন।