নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে অধ্যাপক প্রভাত চন্দ্র পালকে স্মরণ

  স্বাধীন বাংলা নিউজ ২৭ অক্টোবর ২০২৩ , ৮:২০ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে অধ্যাপক প্রভাত চন্দ্র পালকে স্মরণ

‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৭ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় শেরপুর নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।


‘শ্রদ্ধায়,ভারোবাসায় স্মরণ অধ্যাপক প্রভাত চন্দ্র পাল’শিরোনামে একুশে পাঠচক্রের ১২তম আসরে অধ্যাপক প্রভাত চন্দ্র পাল এর শিক্ষকতা এবং আলোকিত সমাজ গড়ার সাহসীকতার উদাহরণ টেনে সামসময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

ভিপি তৌহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক এম এ হাকাম হীরা, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল,প্রেসক্লাব,নালিতাবাড়ীর সভাপতি মান্নান সোহেল,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মুসা,সাবেক কমিশনার বাবু সজল সাহা,সাংবাদিক আব্দুল মোমেন,ব্যাংক কর্মকর্তা,সুলেখক আব্দুল আওয়াল টুটুল, একুশে পাঠচক্রের আহ্বায়ক এস এম হান্নান, অধ্যাপক প্রভাত চন্দ্র পাল এর একমাত্র পুত্র বাবু প্রবীর পাল প্রমুখ।


সঞ্চালনা করেন একুশে পাঠচক্রের সদস্য সচিব শিক্ষক ও ছড়াকার মুজাহিদ আমিন।


এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক সামিউল ইসলাম,প্রভাষক স্বপ্না চক্রবর্তী,কবি ও শিক্ষক শফিকুল ইসলাম,শিক্ষক ফিরোজ আল মামুন, সাংবাদিক শাহাদাত তালুকদার প্রমুখ।