নালিতাবাড়ী

রমজান মাস সামনে রেখে ব্যবসায়ীদের কেনো জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার।

  স্বাধীন বাংলা নিউজ ১৯ মার্চ ২০২৩ , ১১:১৫ এএম অনলাইন সংস্করণ

রমজান মাস সামনে রেখে ব্যবসায়ীদের কেনো জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার।

রমজান মাস কে সামনে রেখে কেনো জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার।   


আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে, অসাধু ব্যবসায়ীরা যেনো কোনো দ্রব্য মূল্য বাড়াতে না পারে সেই জন্য  বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন নালিতাবাড়ী প্রশাসন নালিতাবাড়ী শহরের বাজার গুলোতে । 

১৮ মার্চ  শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত জাহান তুলি দুজনের যৌথ বাজার মনিটরিংয়ে  সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করায় তিন দোকানীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে একই বাজারে দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করায় দুই দোকানীকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। 
 উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল বলেন আমাদের এই অভিযান চলমান থাকবে। রমজান মাসে অন্যায় ভাবে ব্যবসায়ীদের দাম বাড়ানো,  এসবে আমার অভিযান চলমান থাকবে।