নালিতাবাড়ী

চেল্লাখালী নদীর ওপর নির্মিত রাবার ড্যাম, হাজারও কৃষকের মুখে এখন হাসি

  স্বাধীন বাংলা নিউজ ২ মার্চ ২০২২ , ৫:০৪ পিএম অনলাইন সংস্করণ

চেল্লাখালী নদীর ওপর নির্মিত রাবার ড্যাম, হাজারও কৃষকের মুখে এখন হাসি



চেল্লাখালী নদীর ওপর নির্মিত রাবার ড্যাম, হাজারও কৃষকের মুখে এখন হাসি। 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত রাবার ড্যামের উজানে হাইড্রোলিক স্ট্রাকচারের ওপর সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেমে ওই এলাকার প্রায় হাজারও কৃষকের মুখে এখন হাসি ফুটেছে। কৃষকরা অল্প খরচে এ সুবিধা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন।
নকলা- নালিতাবাড়ী সাংসদ, সাবেক কৃষি মন্ত্রী  অগ্নি কন্যা মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় ২০১৭ সালে উপজেলার বাঘবেড় ইউনিয়নে চেল্লাখালী নদীর ওপর জলবায়ু পরিবর্তনে কৃষি উৎপাদনে ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিএডিসি ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রাবার ড্যাম। এ রাবার ড্যাম বা বাঁধের মাধ্যমে সেচের আওতায় তিন হাজার একর অনাবাদি জমি আবাদ করছে কৃষকরা।
তারই উজানে চেল্লাখালী নদীর ওপর ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয় হাইড্রোলিক স্ট্রাকচারের ওপর পাঁচ কিউসেক ক্ষমতাসম্পন্ন পরীক্ষামূলক সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম। সোলার পাম্প ও রাবার ড্যামের জমাকৃত ভূউপরিস্থ পানির সুবাদে এ এলাকায় নতুন করে আরও কৃষক সেচ সুবিধা পেয়ে আসছে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বাড়তি আরও এক হাজার জমি আবাদের আওতায় আসবে। সরেজমিনে প্রকল্প এলাকায় দেখা যায়, উজান থেকে আসা পানি রাবার বাঁধের মাধ্যমে ধরে রাখা হয়েছে।
বাঁধের উজানে সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম নান্দনিক, এ দৃশ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন লোকের সমাগম হয়। এলএলপি পাম্প বসিয়ে নদীর দুই তীরের কৃষক আবাদ করছেন বোরোসহ শাক-সবজি।