নালিতাবাড়ী

ভাত রান্না করতে গিয়ে অগ্নিকাণ্ডে গৃহবধূর মৃত্যু

  স্বাধীন বাংলা নিউজ ২০ মার্চ ২০২৪ , ১:৪৭ এএম অনলাইন সংস্করণ

ভাত রান্না করতে গিয়ে অগ্নিকাণ্ডে গৃহবধূর মৃত্যু


১৯(মার্চ) মঙ্গলবার আনুমানিক রাত নয়টায় উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে এরশাদ আলীর স্ত্রী তসলিমা বেগম (৩৫) রান্নাঘরে বৈদ্যুতিক কুকারে ভাত রান্না করতে গিয়ে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে।

স্বজনদের তথ্যমতে, আনুমানিক রাত নয়টার একটু আগে রান্নাঘরে বৈদ্যুতিক কুকারে ভাত রান্না করতে যায়। সেই বৈদ্যুতিক কুকারে শর্ট সার্কিটের ফলে বৈদ্যুতিক বোর্ডে আগুন লেগে যায়। ঠিক তখনি সেই গৃহবধূ সুইচটি বন্ধ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়ে। আর তখন সেই আগুন পুড়ো টিনের রান্নাঘরের অনেক স্থানে ছড়িয়ে যায়। তবে বাড়ীর অন্যান্য মানুষদের চিতকারে আশে পাশের মানুষ ছুটে এসে পানি ঢেলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে তা জানালে, তারা দ্রুত এসে পুরো আগুনকে নিভিয়ে আনতে সক্ষম হয়। এ ঘটনার পরপরই সেই স্থানে পুলিশ ও জনপ্রতিনিধি পরিদর্শন করেন।
এ নিয়ে উক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ  বলেন, এই অগ্নিকান্ডে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস,  পুলিশ, আমি ঘটনাস্থলে গিয়েছি।প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।এছাড়াও বাকী বিষয়ে পুলিশ তদন্ত চলমান রেখেছেন।