নালিতাবাড়ী

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে-সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী

  স্বাধীন বাংলা নিউজ ১৮ অক্টোবর ২০২৩ , ৯:২১ পিএম অনলাইন সংস্করণ

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে-সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কেউ ঠেকাতে পারবেনা।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিদ্যালয় মাঠে বিতরণের পূর্বে এসব কথা বলেন।

এসময় উপনেতা আরও বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়। কারণ তারা সব সময় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে দেশের ৭০ ভাগ মানুষ পছন্দ করেন গবষেনায় এমন তথ্য আসার পর বিএনপির মাথা খারাপ হয়ে গেছে সারাদেেশ যোগ্য প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই বিএনপির। তাই তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শেখ হাসনিার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক শক্তিশালী উল্লখে করে তিনি বলনে, সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেবে জনগণ।
এসময় আরও বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল ,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বুলু, সাবেক জেলা নেতা আলহাজ্ব সরকার গোলাম ফারুক,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির নেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বেগম মতিয়া চৌধুরী নিজ নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রণোদনা হিসাবে ১ কোটি ৪৬ লাখ ৫ হাজার টাকা,ও সাধারণ জনগণের মাঝে শীতবস্ত্র হিসাবে ৩ হাজার৯৫৫ টি কম্বল বিতরণের প্রথম দিনে ৬টি ইউনিয়ন শেষ করেছেন।


বেগম মতিয়া চৌধুরী প্রতিবছর কয়েক ধাপে এভাবে ধারাবাহিক ভাবে বিতরণ করে আসছেন।টাকা পেয়ে শিক্ষার্থীদের মুখে হাসি দেখা দিয়েছে ।