বাংলাদেশ

এনজিও ও গণমাধ্য কর্মীদের নিরাপত্তা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ৩০ জুন ২০২৪ , ৮:৫২ পিএম অনলাইন সংস্করণ

এনজিও ও গণমাধ্য কর্মীদের নিরাপত্তা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মেহেদী হাসান শামীম
স্টাফ রিপোর্টার: জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন এনজিও কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের নিয়ে নিরাপত্তা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন রোববার জামালপুর জেলা শহরের জেএফসি হোটেল ও কনভেনশন সেন্টারে দিনব্যাপী সেন্টার ফর কমিউনিকেশন একশন বাংলাদেশ (সি-ক্যাব) এবং দৈনিক আজকের আরবান এর যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন আজকের আরবান এর সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, জাইন আল মাহমুদ ও ফারজানা আহমেদ।

সেমিনারে এনজিও ও গণমাধ্যমকর্মীদের মাঝে সু-সম্পর্ক তৈরি লক্ষে নানা আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা।

সেমিনারে শেরপুর ও জামালপুর জেলার ৩০ জন বিভিন্ন এনজিও কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।