বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিভিন্ন দেশের ৪৫ কূটনীতিক।

  স্বাধীন বাংলা নিউজ ২৪ মার্চ ২০২২ , ২:২৯ পিএম অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিভিন্ন দেশের ৪৫ কূটনীতিক।



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিভিন্ন দেশের ৪৫ কূটনীতিক।
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন দেশের ৪৫ কূটনীতিক। দুপুর পৌণে ১ টার দিকে শ্রদ্ধা জানান তারা।
এর আগে সকালে সড়ক পথে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন ৪৫ কূটনীতিক। পথে সকাল ১০ টার দিকে ফেরি থেকে পরিদর্শন করেন পদ্মা সেতু। এসময় সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন কূটনীতিকরা।
এদিকে টুঙ্গিপাড়ায় কূটনীতিকরা আজ যোগ দেবেন মুজিব লোকজ মেলায়। বিকেলেই তাদের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এ উদ্যোগে রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস, ব্রিটিশ হাইকমিশনার রর্বাট ডিকসন, ইউরোপীয় ইউনিয়নের প্রধান, সৌদি রাষ্ট্রদূতসহ অন্যান্যরা।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, উন্নত টেকনোলজি ব্যবহারে পদ্মা সেতু তৈরি করা হয়েছে। বহু লোক এটি ব্যবহারে উপকৃত হবে। বিশেষ করে বাণিজ্যখাতে বড় ভূমিকা রাখবে। এটা সত্যিই চমৎকার।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, এটা পদ্মা নদীতে আমার প্রথম সফর। আজ দেখলাম সেতুর কাজ। কাজ খুবই চমৎকারভাবে চলছে। এটার কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।