নকলা

নকলায় লেপ-তোষক তৈরীতে ব্যস্ত কারিগররা

  স্বাধীন বাংলা নিউজ ৩ জানুয়ারী ২০২৪ , ৯:১৪ এএম অনলাইন সংস্করণ

নকলায় লেপ-তোষক তৈরীতে ব্যস্ত কারিগররা

নকলা প্রতিনিধি:

এসেছে শীত, দিনে গরম রাতে ঠাণ্ডা। তাইতো ঠান্ডা নিবারণে মানুষের প্রস্তুতিও চলছে পুরোদমে। ফলে শেরপুরের নকলা উপজেলায় লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

এরই ধারাবাহিকতায় শীতের এই মৌসুমকে কেন্দ্র করে নকলা উপজেলার বিভিন্ন হাট বাজারে লেপ তোষকের দোকান গুলোতে কারিগরদের এখন ব্যস্ততা দেখা যাচ্ছে। কাজের ব্যস্ততার পাশাপাশি শীতের মৌসুমে আয়ও বেড়ে যায় এসব কারিগরদের। অধীর আগ্রহ নিয়ে বছরের এ সময়টার জন্য অপেক্ষা করেন তারা।

নকলা বাজারের লেপ-তোষকের ব্যবসায়ী ও কারিগররা জানান, শীতের এই সময়টিতে তাদের আয় ভালো হয়। বছরের বাকি সময় মোটামুটি অলস সময় পার করেন। তারা আরও জানান, প্রতিদিন একজন কারিগর কাজের দক্ষতা অনুযায়ী ৮ থেকে ১০ টি লেপ-তোষক তৈরি করতে পারেন এবং বর্তমানে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় গতবছরের চেয়ে এবার জিনিস পত্রের দাম কিছুটা বেশি।