নালিতাবাড়ী

নিশ্চিত ভোটারদের ভোটে জয়ের লক্ষ্যে তিন জন প্রার্থী, তিন ইউনিয়নে পাকাপোক্ত অবস্থান

  স্বাধীন বাংলা নিউজ ২৭ নভেম্বর ২০২১ , ৩:৫৪ এএম অনলাইন সংস্করণ

নিশ্চিত ভোটারদের ভোটে জয়ের লক্ষ্যে তিন জন প্রার্থী, তিন ইউনিয়নে পাকাপোক্ত অবস্থান



১০ টি নির্বাচনী ইউনিয়নে নিশ্চিত ভোটারদের ভোটে জয়ের লক্ষ্যে তিন জন প্রার্থী, তিন ইউনিয়নে পাকাপোক্ত অবস্থান।    
 শাহাদত তালুকদার স্টাফ রিপোর্টারঃ   
তৃতীয় ধাপের নির্বাচনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০টি নির্বাচনী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র তিন টি ইউনিয়নে তিন জন প্রার্থী ভোটারদের সাপোর্টে এগিয়ে আছেন বিভিন্ন বিভাগের তথ্যে ওঠে এসেছে। 
পোড়াগাও ইউনিয়নে প্রার্থীদের মধ্যে মাঃ মোঃ জামাল উদ্দিন ( চশমা প্রতীকে), বন্দনা চাম্বু গং (নৌকা প্রতীকে), আজাদ মিয়া ( মোটরসাইকেল)।
রাজনগর ইউনিয়নে আতাউর রহমান আতা (ঘোড়া) প্রতীকে, সিকান্দার আলী (আনারস) প্রতীকে, বিপ্লব বর্মন নৌকা প্রতীকে, তানযিল (মোটরসাইকে) , আতিক (চশমা) ।      
কাকরকান্দি ইউনিয়নে দুইজন প্রার্থী, নিয়ামুল কাওছার (মোটরসাইকেল)প্রতীকে,  
শহীদু উল্লাহ তালুকদার মুকুল ( নৌকা) প্রতীকে।
উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে দুইটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার দুই প্রার্থী জয় লাভ করেছেন।* নন্নী ইউনিয়নে মোঃ বিল্লাল হোসেন চৌধুরী। রামচন্দ্রকুড়া ইউনিয়নে আমানুল্লাহ বাদশাহ ।      
বাকি ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিন টি ইউনিয়নের তিন জন স্বতন্ত্র প্রার্থীর ভোটের অবস্থান সেরাদের তালিকায় ওঠে এসেছে বিভিন্ন বিভাগের তথ্যে। 
এই তিন ইউনিয়নে বাকি প্রার্থীদের অবস্থান এই দুইদিনে পরির্বতন হতেও পারে এমনটাও গুঞ্জন রয়েছে ভোটারদের মাঝে ।