নালিতাবাড়ী

১০নং যোগানিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

  স্বাধীন বাংলা নিউজ ২৮ মার্চ ২০২২ , ৬:২১ পিএম অনলাইন সংস্করণ

১০নং যোগানিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন



১০নং যোগানিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন । 
শাহাদত তালুকদার স্টাফ রিপোর্টারঃ     
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০ নং  যোগানিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
উক্ত ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাচাড়ী হাইওয়ে  মহাসড়কের সাথে পরিষদ টি করা হয়েছে।
যোগানিয়া ইউনিয়ন বাসির প্রানের দাবি স্থায়ীভাবে নিজ ইউনিয়নে একটি ইউনিয়ন পরিষদ করার। 
কিন্তু নানা জটিলতার কারনে তা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর  স্থানীয় সাংসদ সাবেক কৃষি মন্ত্রী অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরীর নির্দেশে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ অস্থায়ী ভাবে পরিষদ টি নিজ ইউনিয়নে নির্মাণ করেন  ।    
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দলিল উদ্দিন আহমেদ,     
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, ৩ নং রাজনগর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান,বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল।
আরও উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সদস্য সাইদুর রহমান বাবলু সহ স্থানীয় ওয়ার্ড মেম্বার এবং এলাকাবাসি।
পরিষদ নিয়ে চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন আমাকে আমার অভিভাবক  অগ্নি কন্যা মতিয়া চৌধুরী আপা বলেছেন তুমার ইউনিয়নের সেবা ইউনিয়নে গিয়ে দিতে হবে, সেই নির্দেশ এই অস্থায়ী পরিষদ টি করা হয়েছে। 
এই বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল বলেন আমাদের স্থানীয় সাংসদ আমাদের অভিভাবক অগ্নি কন্যা মতিয়া চৌধুরী আপা এই ইউনিয়নের সাধারণ মানুষের কথা ভেবে আমাদের উপজেলা নেতাকর্মী  উক্ত ইউনিয়নের চেয়ারম্যান কে সহযোগিতা করতে বলেছিলেন আমরা সবাই চেষ্টা করে আজ সফলতা পেয়েছি। এখন থেকে যোগানিয়া ইউনিয়নবাসিকে আর পৌরসভাতে গিয়ে কাজ করতে হবে না,নিজ ইউনিয়নে তাদের পরিষদের কার্যকম এবং সকল সেবা নিতে পারবে।
  তথ্য অনুযায়ী যোগানিয়া ইউনিয়ন পরিষদের আয়তন- ২৯.৮৭ বর্গকিলোমিটার। জনসংখ্যা- ৩১,০০৬ জন।