নালিতাবাড়ী

শেরপুর নালিতাবাড়ীতে পতাকা উত্তোলন দিবস পালিত

  স্বাধীন বাংলা নিউজ ২ মার্চ ২০২৩ , ৪:৫৭ পিএম অনলাইন সংস্করণ

শেরপুর নালিতাবাড়ীতে পতাকা উত্তোলন দিবস পালিত

শেরপুর নালিতাবাড়ীতে পতাকা উত্তোলন দিবস পালিত 
০২মার্চ বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ীতে সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রিন্সিপাল মুনীরুজ্জামান। এ-সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা।এরপর জাতীয় পতাকা উড়িয়ে এবং লাল-সবুজের সাজে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পতাকা শোভাযাত্রা শেষে প্রিন্সিপাল মুনীরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,শিক্ষক মাহমুদুল আহসান লিটন,নাট্যশ্রমীর চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েল,নয়াবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মমিন লিক্সন,উপজেলা কৃষক লীগের সদস্য নুরে আলম সিদ্দিকী জনি প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক এস.এম.হান্নান।