শেরপুর

শেরপুরের ঝিনাইগাতী শিক্ষক ও শিক্ষার্থীদের সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

  স্বাধীন বাংলা নিউজ ১২ জুলাই ২০২৩ , ৯:১৯ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরের ঝিনাইগাতী শিক্ষক ও শিক্ষার্থীদের সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত



শেরপুরের ঝিনাইগাতী শিক্ষক ও শিক্ষার্থীদের সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত। 
মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি:শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত কাজ শুরু করেছেন । আজ বুধবার সকালে আদিবাসী অধ্যুষিত এলাকা ভারুয়া বাজার থেকে মরিয়মনগর পর্যন্ত জনাসাধারণের চলাচলের রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে জনদূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী । রাস্তাটি দিয়ে ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও ভারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে।এ ছাড়াও প্রতিদিন মরিয়মনগর আদিবাসী পল্লী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে রাস্তাটি দিয়ে ।শিক্ষার্থী মাহমুদা আক্তার মিতু ও জাকারিয়া ইসলাম জানায় প্রতিদিন রাস্তাটি দিয়ে স্কুলে আসা কষ্টকর হয়ে পড়ে অনেক শিক্ষার্থী কাদাযুক্ত রাস্তা পারাপার হতে গিয়ে আহত হয়েছে।প্রধান শিক্ষক ফজলুল করিম জানান রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।বর্ষার জন্যে রাস্তাটির খারাপ অবস্থা অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় সেচ্ছাশ্রমে রাস্তাটির মেরামতের কাজ করছি সেই সাথে রাস্তাটি স্থায়ীভাবে কাজ করার জন্যে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি । এলাকাবাসী জানায় ভোট আসলে সবাই ভোটের জন্যে ধর্ণা দেয় রাস্তাটির দিকে কেউ তাকায় না । জনস্বার্থে এবার রাস্তাটির কাজ করার জন্যে সকলের সহযোগিতা চান । সেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের সময় আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক লুৎফর রহমান, রাজু অধহাম্মেদ, নজরুল ইসলাম,সোজা উদ্দিন,তাহেরুল ইসলাম, হাফিজুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।