শেরপুর

শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

  স্বাধীন বাংলা নিউজ ১৪ নভেম্বর ২০২৩ , ৬:০৫ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মেহেদী হাসান শামীম: শেরপুরে নানান আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’। ১৪ নভেম্বর মজ্ঞলবার সকালে শেরপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে ও অরবিস, বিএনএসবি, অরিয়নের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস হাসপাতালে এসে শেষ হয়। পরে ডায়াবেটিস সমিতির অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডুর সঞ্চালনায় অন্যান্য মধ্য বক্তব্য রাখেন, ডা: তমিজ কুমার ভুমি, মেডিকেল অফিসার ডা: দেবশ্রী পাল, মেডিকেল অফিসার ডা: কায়সার আজাদ প্রমুখ।

এসময় অন্যান্য মধ্য উপস্থিত ছিলেন এডভোকেট শক্তিপদ পাল, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু, সমাজ কর্মী তাহমিনা জলি, রক্তসৈনিক শেরপুর সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান শামীম, ডায়াবেটিস সমিতির কর্মকর্তা, ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি প্রমুখ।

রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন যারা, নিয়মিত সুগারের লেভেল দেখুন। নিয়ম মেনে ওষুধ খান। সারাদিনে অন্তত ঘণ্টা খানেক সময় হাঁটার জন্য চেষ্টা করুন। এতে ওজন নিয়ন্ত্রণে থাকবে। এখনই ধূমপান এবং মদ্যপান বর্জন করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।