বাংলাদেশ

শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

  স্বাধীন বাংলা নিউজ ২ এপ্রিল ২০২৪ , ২:১৬ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ২ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের তুলসীমালা হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন, উপসচিব (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এটিএম আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও হাসান শরাফতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য, সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহজাহান আহমেদ, ঘুঘুরাকান্দি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার, সাংবাদিক রফিক মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে চার জন প্রতিবন্ধীর মাঝে ট্রাই সাইকেল বিতরণ করা হয়।