বাংলাদেশ

শেরপুরে হাসির বিনিময়ে শীতবস্ত্র উপহার

  স্বাধীন বাংলা নিউজ ২৭ জানুয়ারী ২০২৪ , ৭:৪৫ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে হাসির বিনিময়ে শীতবস্ত্র উপহার

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: শেরপুরে হাসির বিনিময়ে উষ্ণ ভালবাসা শীতবস্ত্র (কম্বল) উপহার দেয়া হয়েছে।
২৭ জানুয়ারি শনিবার বিকেলে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে ও শেরপুর পৌরশাখার আয়োজনে শহরের ডিসি উদ্যান প্রাঙ্গণে হাসির বিনিময়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের গরীব অসহায় ও দুস্ত মানুষের মাঝে এ উষ্ণ ভালোবাসা কম্বল উপহার দেওয়া হয়।

রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, ২নং চর শেরপুর ইউনিয়ন এর স্বর্ণ পদক প্রাপ্ত সফল চেয়ারম্যান আসাদুজ্জামান দুলাল, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু, সমাজ-কর্মী তাহমিনা জলী।

এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কারিমুল ইসলাম, রক্তসৈনিক শেরপুর পৌর শাখার সভাপতি মোঃ সাজ্জাদ হোসাইন, সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তর, রক্তসৈনিক জেলা কমিটির কার্যনির্বাহী সদস্যসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের রক্তসৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া বলেন, রক্তসৈনিক সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। তাদের কার্যক্রম চলমান থাকুক এবং তারা আর এগিয়ে যাক এই প্রত্যাশা করি।

ডা: মোবারক হোসেন বলেন, রক্তসৈনিক সব সময় মানবিক উদ্যোগ নিয়ে কাজ করে। সত্যিই তাদের কাজ গুলো প্রশংসনীয়। রক্তসৈনিক আরও গতিশীল হয়ে মানুষের সেবায় এগিয়ে যাবে।