বাংলাদেশ

লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের পুর্নাঙ্গ কমিটি গঠন

  স্বাধীন বাংলা নিউজ ২১ মে ২০২৩ , ৬:০৭ পিএম অনলাইন সংস্করণ

লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের পুর্নাঙ্গ কমিটি গঠন



লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের পুর্নাঙ্গ কমিটি গঠন।। 
মোঃ শাফায়াত হোসেন সিয়াম (ভোলা প্রতিনিধি)।। 
ভোলার লালমোহনের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 
শনিবার (২০ মে) রাতে লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ সাফায়েত রহমান ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। 
এর আগে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন মো. সাফায়েত রহমানকে সভাপতি ও রাকিবুল হাসান রকিকে সাধারণ সম্পাদক এবং মো. শাকিব ও অভি হাসান কে সহ-সভাপতি, আমজাদ হোসেন হৃদয়, তাজউদ্দিন সাজিদ, তরিকুল ইসলাম রাফসান, মেহেদী হাসান শিহাব ও ফাহাদ হোসেন হিরা কে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সাব্বির আহমেদ লিমন ও মো. রাতুলকে সাংগঠনিক সম্পাদক এবং ফৌজিয়া নাজনিন অন্তরাকে দপ্তর সম্পাদক হিসেবে মনোনিত করে আগামী ২ বছরের জন্য ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন। 
এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আগামী ২ বছরের জন্য লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। 
নতুন এ কমিটির পক্ষ থেকে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনসহ উপদেষ্টাবৃন্দের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। 
 
“প্রতিভা বিকাশের সহযোগিতাই আমাদের লক্ষ্য, হোক না আঁধার তবুও চল” এই প্রতিপাদ্যে ১৯৮৬ সালে শিক্ষার্থীদের নিয়ে লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশন সংগঠনটি আত্মপ্রকাশ করে। এরপর থেকেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশন ব্যাপক সুনাম অর্জন করেছে।