বাংলাদেশ

জাতীয় শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী কলেজের আয়োজন

  স্বাধীন বাংলা নিউজ ১৪ জুলাই ২০২৩ , ৯:০০ পিএম অনলাইন সংস্করণ

জাতীয় শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী কলেজের আয়োজন



জাতীয় শোক দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী কলেজের আয়োজন 
শামসুদ্দিন মিরাজ, সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস প্রতিনিধি। 
বাংলাদেশে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়। কেননা এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যার মাধ্যমে অগণিত মানুষের মাঝে স্বাধীনতার চেতনা গড়ে ওঠে সেই মানুষটিকে তার নিজ বাসায় হত্যা করা হয়।তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নানান কিছুর আয়োজন করে। সেই ধারাকে অব্যাহত রেখে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে “আমার চোখে বঙ্গবন্ধু” বিষয়ে এক মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”আমার চোখে বঙ্গবন্ধু “ভিডিওটিতে প্রাধান্য পাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, আদর্শ এবং ব্যক্তি জীবনী। এতে অংশগ্রহণ করতে পারবে অত্র কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা। আগ্রহী শিক্ষার্থীদের কিছু নির্দেশনাবলী মেনে আগামী ১৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইমেইলে প্রেরণ করতে হবে।