নালিতাবাড়ী

কেন্দ্র থেকে চিঠি,নালিতাবাড়ী ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের নির্দেশ

  স্বাধীন বাংলা নিউজ ১০ নভেম্বর ২০২১ , ১:১৯ এএম অনলাইন সংস্করণ

কেন্দ্র থেকে চিঠি,নালিতাবাড়ী ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের নির্দেশ

 

কেন্দ্র থেকে চিঠি,নালিতাবাড়ী ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের নির্দেশ। 

শাহাদত তালুকদার স্টাফ রিপোর্টারঃ
 শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগ ১০ নভেম্বর বুধবার বিকালে উপজেলা আওয়ামীলী এবং ইউপি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করেন।  
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক । 
সাধারণ সম্পাদক ফজলুল হক।
কেন্দ্রীয় নেতা বাবু গোপাল চন্দ্র সরকার।     
যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।       



আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম ফারুক, গোলাম কিবরিয়া বুলু।
নালিতাবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক। 
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল, আছমা। সহ অন্যান্য নেতাকর্মী। 

উপস্থিত ছিলেন ১২ ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী। 

বন্দনা চম্বু গং, বিল্লাল হোসেন চৌধুরী, নূর ইসলাম, বিপ্লব বর্মন, আমানুল্লাহ বাদশাহ, শহিদুলউল্লাহ তালুকদার মুকুল, মিজানুর রহমান, আসাদুজ্জামান আসাদ, আব্দুল লতিফ, আবুল কাশেম, সুবুর।

নির্বাচনী আলোচনায় প্রার্থীদের বক্তব্যে যার যার নিজ ইউনিয়নের নির্বাচনী চিত্র তুলে ধরেন। 

তারপর উপজেলা আওয়ামীলীগ বক্তব্য রাখেন। 
এবং নির্বাচনী পরিচালনা কমিটি করা হয়। 

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হকের বরাবর কেন্দ্রীয় আওয়ামীলীগ থেকে চিঠি আসে। তখন চিঠি টি পড়ানোর জন্য সিদ্বান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় চিঠিটি পড়ে শোনান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল ।                                                                       

                         

কেন্দ্রীয় আওয়ামীলীগ থেকে নালিতাবাড়ী ইউপি নির্বাচনে দলের পদ বহন করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এর বরাবর চিঠি ।  


ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে সম্প্রত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ।
যেমন টা নির্দেশনাঃ বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফছিল অনুযায়ী সারাদেশে বিভিন্ন ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ আওয়ামীলীগ এর মাননীয় সভাপতি জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনা এমপি সভাপতিত্ব স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রদান করা হয়। কিন্ত গভীর উদ্ধেগের বিষয় এই যে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামীলীগ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব- সংঘাতে লিপ্ত হয়েছেন।

বিষয়টি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দৃষ্টিগোচর হয়েছে।                                          
এমতাবস্থায় সংগঠনের নীতি – আদর্শ ও শৃঙ্খলা বিরোধী যে কোন ধরনের কর্মকাণ্ড থেকে বিরতি থাকার জন্য সকলের প্রতি সাংগঠনিক নির্দেশনা প্রদান করছি। অন্যথায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী সকল বিদ্রোহী প্রার্থী এবং তাদের পৃষ্ঠপোষকতা প্রদানকারী আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করছি। 
আওয়ামীলীগ এর সহযোগী সংগঠন সমূহ স্ব স্ব সংগঠনের গঠন তন্ত্র অনুযায়ী অনুরূপ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।  

উপজেলা আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী সিদ্বান্ত নিবেন এমনটা জানিয়েছেন সাধারণ সম্পাদক ফজলুল হক।