নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে ঐহিত্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

  স্বাধীন বাংলা নিউজ ১৯ মার্চ ২০২৩ , ১০:১২ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ঐহিত্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।



নালিতাবাড়ীতে ঐহিত্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।
 
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষেই শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নে সালেহাবাদ গ্রামে
যুব সমাজের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ঘোড় দৌড় প্রতিযোতিার আয়োজন করা হয়।
১৮ মার্চ শনিবার গ্রামের ফাঁকা জমিতে ঘোড় দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন গ্রাম থেকে কয়েকশ নারী পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। 
 ঘোড় দৌড় প্রতিযোগিতায় নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২৫টি ঘোড়া অংশ নেয়। এরমধ্যে ১২ থেকে ১৫ বছর বয়সের চার-পাঁচ জন কিশোরও ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।
সারা মাঠ ছিলো উত্তেজনা প্রতিযোগিতা উপভোগ করার জন্য। 
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল নজরুল ইসলাম বকুল, জনপ্রতিনিধি আব্দুল মতিন,নুর মোহাম্মদ সিদ্দিক সহ অন্যান্য স্থানীয় নেতাকর্মী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাব্বির আহমেদ বাদশা।
অতিথিরা বলেন এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐহিত্যকে মনে পড়ে গেলো। তবে এমন আয়োজন প্রতিবছরেই হলে ভালো হয়। ঘোড়া মালিকরা বলেন, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন এলাকায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। অনেক প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছেন। 
সেই ধারাবাহিকতায় আজও তিনি বিজয়ী হন। শারীরিক অবস্থা যতদিন ভালো থাকবে ততদিন তিনি ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিবেন’।
ঘোড় দৌড় দেখতে এসে দর্শকরা বলেন এমন আয়োজন আমরা এখন আর দেখতে পাইনা, গল্প শোনতে হয়। আজ দেখে খুব ভালো লাগছে।